আলো বেচেআঁধার কিনে বাঁচি
আলো বেচেআঁধার কিনে বাঁচি
নিজেকে নিয়ে ভাববার-
অবকাশ কখনও পাইনি,
চাওয়া পাওয়ার দোলাচলে-
ঝুলে থাকিনি কখনও.!
কত সময় গড়িয়ে গেছে-
সকাল সন্ধ্যা হয়েছে,
এসেছে গভীর রাত.!
রাতের আঁধার কেনো জানি-
বরাবরই টানে আমায়,
রাতের আঁধারে মিশে যায়.!
এই তো বেশ ভালো আছি-
আলো বেচে আঁধার কিনে বাঁচি.!
সানিয়াত আহমেদ আবির
