STORYMIRROR

Orpita Oyshorjo

Fantasy Others

5  

Orpita Oyshorjo

Fantasy Others

নীল স্বপ্ন

নীল স্বপ্ন

1 min
1.1K


নীল আকাশে স্বপ্ন গুলো উড়িয়ে দিলেও 

স্বপ্ন গুলো আর ফিরে আসে না 

মনের সব অব্যাক্ত কথা গুলো বলার জন্য এখন মনের মানুষ আর খুঁজি না 

 তাই তো এখন দুঃখ বিলাস আর করে না 

তবে হঠাৎ করে দুঃখ এলে  

যখন তখন বৃষ্টি নেমে আসে মেঘের আড়াল থেকে 

হঠাৎ করে খুব বাতাসে 

চারপাশ ঘিরে শুকনো পাতা ঝরে পড়ে 

একেকদিন খুব শীতে কষ্ট গুলো ধেয়ে আসে 

পুরনো কালের সাদা কালো রোদে 

ভোরবেলা স্বপ্ন গুলো যায় হারিয়ে 

তবে এখন আর আমার কিছুই মনে নেই 

এখন আর কোনো খানে যাওয়ার জায়গা নেই

হঠাৎ করেই যখন আমি গিয়েছিলাম হারিয়ে 

আমার সেই কল্পনার জগতে 

এখন খুব দুঃখ হয়, আকাশে যখন মেঘ জমতে থাকে 

 তখন মন বলে উঠে সবাই কি আর ভালোবাসা বুঝে ।


Rate this content
Log in