STORYMIRROR

Debashis Bhattacharya

Fantasy

5  

Debashis Bhattacharya

Fantasy

আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকো

আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকো

1 min
477

আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকো

কে জানে সে কে জানে 

মোর হৃদয় বীণায় সুর তুলে যাও

দেখতে নাহি পাই সজনী

দেখতে নাহি পাই


মম হৃদয় আলোকিত করো

তব প্রেমের জোৎস্নাতে

অন্তর হয় পল্লবিত

তোমার মধুর সমীরণে


প্রাণবায়ু তাই ধেয়ে চলে যায়

গগন সমুদ্রে ভেসে

ঠিকানাবিহীন অন্তহীন কোন অজানা দেশে

যেথায় নেই কোনো ভয় হারিয়ে যাওয়ার

নেই কোনো বাধা দিন ফুরাবার

আছে আশা দীপের শিখা

তোমাতে মিলনের তৃষা


কেমন করে দাও সে দোলা

প্রভাতে পাপড়ি মেলে

শিশিরে পদচিহ্ন এঁকে

যাও হৃদয় মরুতে হেঁটে

 

কোন উজান গাঙে টেনে নিয়ে যাও

মনকে আবির লাগিয়ে

মোহের শিকল ছিঁড়ে 

তোমারি প্রেমে ডুবিয়ে


কত অমানিশা পার হয়ে যায়

দিন বয়ে যায় আশার জোয়ার ভাটায়

রাতের আকাশে ধ্রুবতারা হয়ে

দাও উঁকি বারেবারে


মন যমুনা উথলে ওঠে

তোমার মিলন নেশায়

অব্যক্ত প্রাণের তাড়নাতে

কে জানে সে কে জানে   


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy