আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকো
আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকো


আমার হিয়ার মাঝে লুকিয়ে থাকো
কে জানে সে কে জানে
মোর হৃদয় বীণায় সুর তুলে যাও
দেখতে নাহি পাই সজনী
দেখতে নাহি পাই
মম হৃদয় আলোকিত করো
তব প্রেমের জোৎস্নাতে
অন্তর হয় পল্লবিত
তোমার মধুর সমীরণে
প্রাণবায়ু তাই ধেয়ে চলে যায়
গগন সমুদ্রে ভেসে
ঠিকানাবিহীন অন্তহীন কোন অজানা দেশে
যেথায় নেই কোনো ভয় হারিয়ে যাওয়ার
নেই কোনো বাধা দিন ফুরাবার
আছে আশা দীপের শিখা
তোমাতে মিলনের তৃষা
কেমন করে দাও সে দোলা
প্রভাতে পাপড়ি মেলে
শিশিরে পদচিহ্ন এঁকে
যাও হৃদয় মরুতে হেঁটে
কোন উজান গাঙে টেনে নিয়ে যাও
মনকে আবির লাগিয়ে
মোহের শিকল ছিঁড়ে
তোমারি প্রেমে ডুবিয়ে
কত অমানিশা পার হয়ে যায়
দিন বয়ে যায় আশার জোয়ার ভাটায়
রাতের আকাশে ধ্রুবতারা হয়ে
দাও উঁকি বারেবারে
মন যমুনা উথলে ওঠে
তোমার মিলন নেশায়
অব্যক্ত প্রাণের তাড়নাতে
কে জানে সে কে জানে