প্রত্যাশার বর্ষ
প্রত্যাশার বর্ষ
প্রত্যাশার বর্ষ
মানিক চন্দ্র গোস্বামী
বর্তমানের বছরটাকে অতীত করে দিয়ে,
নতুন বছর এগিয়ে আসে নবীন বার্তা বয়ে।
নতুন সূর্য্য ছড়িয়ে দেবে খুশির সাগরে প্রাণ,
সুখের বাসা অটুট থাকুক, গোলায় ভরুক ধান।
আসুক বসন্ত প্রকৃতির কোলে,মনের আঙিনায়,
হবে ভালোবাসার মধুর ছোঁয়ায় ভ্রাতৃভাবের জয়।
ধুয়ে মুছে যাক সকল গ্লানি, সকল অবসাদ,
সৌহার্দ্যের বার্তা নিয়ে আসুক নতুন প্রভাত।
প্রার্থনা রাখি ঈশ্বর যেন সহ্য শক্তি দিয়ে,
ঝড়-ঝঞ্ঝা, শ্রান্তি-ক্লান্তি, রোধের বাসনা নিয়ে,
সুগন্ধ
ি মনের সুবাস যেন দিতে পারে ছড়িয়ে,
মাথা উঁচু থাক বিনম্রতার প্রতিমূর্তি হয়ে।
পুরোনো বছর কেমন কেটেছে,, প্রয়োজন নেই আর,
নতুন বছরে চাই আনন্দ, হোক শান্তির সংসার।
অনেক কেঁদেছি, কাঁদতে দেখেছি পুরাতন বছরেতে,
সেই দুঃখের পুনরাবৃত্তি চাই না এ ধরণীতে।
দেশের মানুষ হাসবে ,খেলবে ,মনোরম পরিবেশে,
সাদা গোলাপের পাঁপড়ি ছড়িয়ে কলিরা উঠবে হেসে।
পাঠশালাতে বিদ্যার্জনের সুযোগ যাবে না থেমে,
কল কোলাহলে উঠবে মেতে পড়ুয়ার সমাগমে।
অনেক আশা, অনেক চাহিদা বর্ষ শেষের রাতে,
সকল কামনা পূর্ণতা পাক শাশ্বত ধরণীতে।