বহুরূপী
বহুরূপী
বহুরূপী
মানিক চন্দ্র গোস্বামী
মুখে মেখে রং,
সেজে নানা সং
বহুরূপী রূপে খ্যাতি,
গ্রামের শিল্পী তুমি,
অভিনয়ে দক্ষ, দামি,
খুশি বিলোনোই নীতি।
দারিদ্র্য, কষ্ট, দুখে,
সেসব আড়ালে রেখে,
বিনোদনে নিবেশ করেছো মন,
সংসারে অর্থাভাবে,
চিরদুঃখী হয়ে ভবে,
শুধু সুখের লাগি এ মনোরঞ্জন।
অনাবিল আনন্দ দিয়ে,
সকল মুখে হাসি ছড়ায়ে,
ক্লান্ত হয়ে ফিরতে ঘরে সাঁঝে,
তোমার আসার পথটি চেয়ে,
স্ত্রী কন্যা-পুত্র লয়ে
ভরসা পেতো অকূল আঁধার মাঝে।
সে যুগে ছিল বহুরূপী এক পেশা,
কালের স্রোতে অধুনা হয়েছে নেশা।
রাজনীতিতে রং বদলায় নিজের সুবিধামতো,
হাতিয়ে নেবার চেষ্টাতেই মেতে ওঠে অবিরত।
সুযোগ বুঝে নীতির বুলি, কুম্ভীরাশ্রু চোখে,
ছলা কলায় কুশলীপনা, নৃত্য আবির মেখে।
হাতের ছোঁয়ায় রং বদলে কালো হচ্ছে সাদা,
সাধারণের প্রাপ্তি শুধু জীবন ভরে কাঁদা।
মানবিকতা হারিয়ে গিয়ে রং বদলের খেলা,
বহুরূপীর পরিবর্তিত রূপে জমজমাটি পালা।
