ফকির
ফকির
ফকির
মানিক চন্দ্র গোস্বামী
ফকির তুমি ত্যাগ করেছো
আকাঙ্খা, লিপ্সা, লোভ,
ধন দৌলতে নিঃস্ব হয়েও
মনেতে নেইকো ক্ষোভ।
দান করেছো উদার মনে,
যাহা কিছু সম্বল,
এমন করুন অবস্থা তোমার
শীতে নেই কম্বল।
জীর্ণ শরীরে মলিন বসন,
ভিক্ষায় জোটে খাবার,
শরীরে শক্তি কমেছে তথাপি
চেষ্টা রয়েছে দেবার।
জীবন তোমার করেছো উৎসর্গ
জন মানবের কল্যাণে,
দুঃখ, কষ্ট দূরীভূত হোক
খুশি ভরুক প্রাণে।
তোমার ন্যায়ের বাণীর জোরে
সমাজে আসুক বদল,
ভক্তি, ভাবের সমাগমে আজ
ঘুচে যাক কোন্দল।
ছিল তোমার একদিন সব,
পূর্ণ ছিলে তুমি,
সংসারেতে টিকলো না মন,
পথেই এলে নামি।
সমাজকে তুমি দেখিয়ে দিলে
স্বার্থ বড় বালাই,
স্বার্থ বিহীন ত্যাগের সাথে
খুঁজেছো মনের নিরালায়।
