আজকের নারী
আজকের নারী


ছোটবেলায় না চাইতেও আরও কাছে আসা
বিহ্বল করেছিল ভালোবাসার ভাষা
চেনা অচেনা ছোঁয়া গায়ে ভাসা ভাসা
অসূর্যাংস্পর্শা ꠰
সমাজ নিজ হাতে বেঁধেছে বেড়া তার
বেশি স্বাধীনতার প্রয়োজন নেই আর
রাতের অন্ধকারে পক্ষিরাজে সওয়ার
স্বপনচারিণী ꠰
মনের দেয়া-নেয়া শরীরের ঋণ
বেশি ভালোবেসে ফেলেছিল সেদিন
আজ মূক পায়ে চলে পর্দানশীন
কুমারসম্ভবা ꠰
সাত পাকে বাঁধা নিরাপত্তার আশ্বাস
রাতে ঘরে হয় জানোয়ারের বাস
আহত চোখে জল নামায় বারো মাস
নীলাঞ্জনা ꠰
মা মা ডাকের অতৃপ্ত বাসনা
বুকের দুধে সিঞ্চিত জীবনের কামনা
বৃদ্ধাশ্রমের ভীড়ে ঘোরে আনমনা
রত্নগর্ভা ꠰