নিম্নগামী মন
নিম্নগামী মন


একটি অন্ধকার ঘর ꠰ অস্তিত্ব অজানা ꠰
চার দেয়ালের গায়ে নিরাশার আঁচর ꠰
বিষণ্ণতার আঁকি বুকি ꠰
হা রে রে রে... বুকের কপাটে আঘাত হানে
ভন্ড তিরস্কার ꠰ অনাহত চক্রর পদতলে
কিলবিল করে মনের শ্বাস প্রশ্বাস ꠰
তার বেপরোয়া মাথা পায়ে ঘষেছে বুর্জোয়া বিবেক ꠰
হৃদয় খারিজ করেছে তার অন্তিম আর্জি ꠰
হাতের মুঠো থেকে পিছলে বেরিয়ে যায় সুখের হাতছানী,
অবাধ স্বেচ্ছাচারিতায় মন তাই নিম্নগামী ꠰
বাস্তব থেকে দূরে কল্পনার চক্রব্যুহ ꠰
পথ জুড়ে দাড়িয়ে আছে মিথ্যে সামাজিকতা ꠰
এক অক্ষৌহিণী আদর্শ ꠰ সংস্কারের দ্যূত ক্রীড়া ꠰
পাতা আছে মায়ার ছক ꠰ ক্ষণিকের বিলাস ꠰
তবুও খালি হাতে ছুটে যায় মন ꠰ সপ্তচক্র ভেদি অভিমন্যু ꠰
শুরু হয় বিচার ব্যাভিচারের দ্বন্দযুদ্ধ ꠰
পাঁক ঘেঁটে তুলে আনে চোরা স্বর্গসুখ ꠰
মৃত বাসনার রক্তে সিঞ্চিত হয় যুদ্ধভূমি ꠰
মনের কুরুক্ষেত্র প্রসব করেনি কোনো গীতা ꠰
কৃষ্ণ দেখায়েনি বিশ্বরূপ, ভগবান দেয়নি মুক্তির বাণী ꠰
অবাধ স্বেচ্ছাচারিতায় মন তাই আজ নিম্নগামী ꠰
মনের দেওয়ালে সাটাঁ হয়েনি বিপ্লবি পোস্টার ꠰
মনের জন্য গঠন হয়েনি মুক্তিবাহিনি ꠰
মন দেখেনি কোনো সাতান্ন বা একাত্তর ꠰
মনকে মাথায় তোলেনি কোন লেনিন, কোন সুভাষ ꠰
মনের হাতে আসেনি কোন বর্ণ পরিচয় ꠰
মনের জন্য সুর ধরেনি গুলাম আলী ꠰
মনের জন্য গান লেখেনি রবীন্দ্রনাথ, গল্প লেখেনি মুরাকামি ꠰
অবাধ স্বেচ্ছাচারিতায় মন তাই আজ নিম্নগামী ꠰