ভয়ের রেখা
ভয়ের রেখা


চোখের উপর ভয়ের রেখা
সহজে মুছবে না।
হয়তো বিষের পরাগ উড়বে,
হয়তো ধুলোয় নিয়তি মিশবে,
থমকে যাবে আয়ুরেখা;
তবু নেশা ছুটবে না।
মিলিয়ে যাবে গহন কোণে
আশার সূর্য ওই,
কোথাও এক নিভৃত মনে
থেমে যাবে হৈচৈ।
হয়তো মায়ার স্বপন ঘুচবে,
হয়তো দিশেহারা হয়ে ছুটবে;
থমকে যাবে আয়ুরেখা;
তবু নেশা ছুটবে না।
হারিয়ে যাবে একলা পাখি
ব্যস্তবাগীষ তর্কে,
বলবে কে হাত দিয়ে রাখি
নতুন ওই অর্কে?
হয়তো বিনাশেই সব মজবে,
হয়তো হাতড়েই পথ খুঁজবে;
থমকে যাবে আয়ুরেখা;
তবু নেশা ছুটবে না।
চোখের উপর ভয়ের রেখা
সহজে মুছবে না।
হয়তো বিষের পরাগ উড়বে,
হয়তো ধুলোয় নিয়তি মিশবে,
থমকে যাবে আয়ুরেখা;
তবু নেশা ছুটবে না।