খেয়ালের গান
খেয়ালের গান


চেনা চেনা সব রাস্তার মোড় অচেনা ,
দেখা হবে বলে তবু কাল কেন দেখে না ?
শুকো বালুচরে ঢেউগুলো কেন বেনামী ?
হঠাৎই কেন হয়ে যায় তারা কী দামী ?
এই শহরে বৃষ্টি আর রোদের মিলমিশ ,
পাশাপাশি তারা করে গল্প ;
বলো তুমি কি পারবে সফলতা আনতে
দিশারী আর পথিকের কল্প ?
শ্যাওলা খসছে আদরের ধারায় ,
পোড়া ইঁটে লাগে রঙ আজ ;
তাই কি ভাবি প্রিয়তমা তোমাকে
সাজিয়ে দিয়ে এই মন সাঁঝ ?