প্রেম দেখাতে
প্রেম দেখাতে


এই তো আমার হাজার জন্ম হয়
কোন পুরাণের গল্প চেনাতে !
কিংবদন্তী হয়তো বাস্তবে
আসলো তোমায় প্রেম দেখাতে ।
স্বর্গসভায় একহারা নেচেছি একসাথে ,
কালকেতু কখনও সত্যবান মাঝরাতে ;
তুমিও কখন ফুল্লরা , সাবিত্রী কখনও !
তোমার আমি আছি যে ঠিক তেমন এখনও ।
এই তো আমার সাগর মনদেশে
ঢেউ তুলেছে তোমায় ভাসাতে !
কিংবদন্তী হয়তো বাস্তবে
আসলো তোমায় প্রেম দেখাতে ।