স্বপ্ন দেখি
স্বপ্ন দেখি


বুঝলে প্রিয়া এখন আর ভাবি না, স্বপ্ন দেখি।
আমার ছোটো ছোটো খুশি গুলোকে সাজিয়ে,
আমার কল্পনার ভেলায় চড়ে , পাড়ি দিই
সুখের রাজ্যে, দুঃখদের দেই ফাঁকি।
সেটা রাজত্ব আমার,যে রাজ্য চলে শুধু
আমার ইশারায়, আমার খেয়াল মতো,
আমার খুশি গুলোকে করি আমি নিজের মত বাস্তবায়িত,
সেখানে মানিনা কারোর দাসত্ব।
জানো তুমি? সেখানে আমার সব কুশীলব,
আমার বড্ড অনুগত হয় চরিত্র গুলো সব।
তারা সবাই আমার প্রতি ভীষণ মানবিক ,
কোন প্রস্তাব অমান্য করে না, তারা বড্ড অমায়িক।
এই রকম সুখ কি কেউ কখনও হারাতে চায়?
তাইতো সেই সুখ ভোগের আশায়,
অজ্ঞানে, সজ্ঞানে পুনরায় একই
ভুল করি, বার বার মনটা খালি স্বপ্নে হারায় ।
মাঝে মাঝে বাস্তবের কালবৈশাখী এসে,
আমার শোবার ঘরের জানালায় - দরজায়
এমন ধাক্কা দেয়, আমার দেখা অসম্পূর্ণ
স্বপ্ন ভেঙে যায়, সব সুখও হারিয়ে যায় ।
তবুও মন বেঁধে আবার নতুন স্বপ্ন আঁকি,
সেই স্বপ্ন দিয়ে নতুন করে আবার সাজাই তরী,
কল্পনাকে সঙ্গী করে পাড়ি দিই,দূর সাগরের পারে,
বুঝলে প্রিয়া এখন আর ভাবি না, স্বপ্ন দেখি।