বিশ্বাসঘাতক
বিশ্বাসঘাতক
তুমি ছিলে আমার আপন প্রাণের সখা ,
সেই হৃদয়ে গোপন এক প্রেমের স্বপ্ন দেখা।
কথার ফাঁকে ফাঁকে তুমি বলতে মিথ্যে,
বিশ্বাসের ভাঙনে বেঁচে রইলে তুমি অসত্যে ।
আমি ভেবেছিলাম, তুমি আলো,
আসলে তুমি ছিলে ছায়ার মতো কালো।
বিষের মিশ্রণ ছিল তোমার প্রতিটি কথা,
বিশ্বাসঘাতক তুমি, আমার অন্ধকারের দিশা।
বুকের মাঝে তোমার ছুরি বেঁধেছিলে,
কান্নার রোলেও তুমি হাসি লুকালে ।
তুমি ভাবলে, বুঝি না কিছু, বোকা আমি,
কিন্তু আজ বুঝেছি, বিশ্বাসের ঘাতক তুমি।
তোমার মিথ্যের জালে জড়িয়ে পেলাম অপমান ,
আজ নিজের পথেই হাঁটছি, তোমার নেই স্থান।
বিশ্বাসঘাতক, তোমার স্মৃতিকে বিদায় দিচ্ছি,
নতুন আলোয় আবার নূতন নিজেকে গড়ছি।

