উই ওয়ান্ট জাস্টিস
উই ওয়ান্ট জাস্টিস
নীল আকাশের নিচে দাঁড়িয়ে
গর্জে ওঠে জনতার ভাষা,
"উই ওয়ান্ট জাস্টিস!" কণ্ঠে ধ্বনিত,
ন্যায়ের মন্ত্রে জ্বলে অমর আশা।
অন্যায় আর অত্যাচারের তরে,
নিরপরাধের অশ্রু গড়ায়,
সেই অশ্রুর মাঝে জেগে ওঠে,
প্রতিবাদী শক্তির ভাষা সাজায়।
শুধু নীরব নয়, জেগে উঠুক,
সব মিথ্যার জালে যে বাঁধা,
"উই ওয়ান্ট জাস্টিস!" সুরে সুরে,
হোক পৃথিবী নতুন করে বাধা।
ন্যায়বিচারের পথেই হোক জয়,
সব আঁধার কাটুক নির্ভয়ে,
আমরা সবাই হাতে হাত রেখে বলি,
"উই ওয়ান্ট জাস্টিস!" অন্তরের গহীনে রয়ে।
তবু আসুক না যত বাধা,
সত্যের পথেই থাকুক আশা,
একই সুরে আমরা কণ্ঠ মিলাই,
"উই ওয়ান্ট জাস্টিস!" এ মন্ত্রেই বাঁচাই ভালোবাসা।
