STORYMIRROR

MD ROBIUL ALAM

Classics Inspirational

4  

MD ROBIUL ALAM

Classics Inspirational

মানুষ ভেবে নাড়িয়ে যাই

মানুষ ভেবে নাড়িয়ে যাই

1 min
269

ভর কমলে বুকের ওপর তাসের টেবিল ঘর ফাঁদে

জল জমলে বুকের ওপর কচুরিপানায় দল বাঁধে 

আমি কেবল পা দুখানায় জল ছিটিয়ে নাড়িয়ে যাই

মুখোশের পর মুখোশ খুলি পেয়াজ খোসা ছাড়িয়ে যাই


জ্যোৎস্না আকাশ চাঁদ জ্বলছে বাল্ব জ্বলছে তার নিচে 

বিদ্যুৎ তার জড়িয়ে বুকে লাম্পপোস্টরাও ঘুমিয়েছে

আমিই কেবল বেড়াল পায়ে ধুলোর নালিশ মাড়িয়ে যাই

শক্ত হাতে চোখ কচলে অন্ধকার ঘুম তাড়িয়ে যাই


বাতাস ঢোকে সম্পর্কে উথলে ওঠে দুধের ফনা

নদীর ওপর দাঁড়িয়ে সেতু ভাসছে জলে চাঁদের কণা

ওড়ার পথে ডানা থেকে মৃত পালখ ছাড়িয়ে যাই

আমিই কেবল ভাঙা হাতে শক্ত আঙুল বাড়িয়ে যাই


টিকটিক আওয়াজ যেন বুকের ভেতর দেয়াল ঘড়ি

ক্লান্ত কিছু ঘুনপোকা নিয়ে নিশুত মেঝেয় বসত গড়ি

কংক্রিটের আতঙ্ক নিয়ে ধূলোর ভেতর হারিয়ে যাই

আমি কেবল পিলার গুলো মানুষ ভেবে নাড়িয়ে যাই


এই বিষয়বস্তু রেট
প্রবেশ করুন

Similar bengali poem from Classics