মানুষ ভেবে নাড়িয়ে যাই
মানুষ ভেবে নাড়িয়ে যাই
ভর কমলে বুকের ওপর তাসের টেবিল ঘর ফাঁদে
জল জমলে বুকের ওপর কচুরিপানায় দল বাঁধে
আমি কেবল পা দুখানায় জল ছিটিয়ে নাড়িয়ে যাই
মুখোশের পর মুখোশ খুলি পেয়াজ খোসা ছাড়িয়ে যাই
জ্যোৎস্না আকাশ চাঁদ জ্বলছে বাল্ব জ্বলছে তার নিচে
বিদ্যুৎ তার জড়িয়ে বুকে লাম্পপোস্টরাও ঘুমিয়েছে
আমিই কেবল বেড়াল পায়ে ধুলোর নালিশ মাড়িয়ে যাই
শক্ত হাতে চোখ কচলে অন্ধকার ঘুম তাড়িয়ে যাই
বাতাস ঢোকে সম্পর্কে উথলে ওঠে দুধের ফনা
নদীর ওপর দাঁড়িয়ে সেতু ভাসছে জলে চাঁদের কণা
ওড়ার পথে ডানা থেকে মৃত পালখ ছাড়িয়ে যাই
আমিই কেবল ভাঙা হাতে শক্ত আঙুল বাড়িয়ে যাই
টিকটিক আওয়াজ যেন বুকের ভেতর দেয়াল ঘড়ি
ক্লান্ত কিছু ঘুনপোকা নিয়ে নিশুত মেঝেয় বসত গড়ি
কংক্রিটের আতঙ্ক নিয়ে ধূলোর ভেতর হারিয়ে যাই
আমি কেবল পিলার গুলো মানুষ ভেবে নাড়িয়ে যাই
