গুমোট মেঘে আছি
গুমোট মেঘে আছি


আছি
ঝড়ের পরে যেমন থাকে
তেমন ভাবে এলো মেলো
নিরুপায় নিরুদ্দেশ হয়ে
আছি
চুঁইয়ে চুঁইয়ে অন্ধকারে
টুপিয়ে টুপিয়ে কষ্ট পড়ে
তার ভেতরে ফোঁটায় ফোঁটায়
আছি
অহংকারেই বেঁকেচুরে
ঈদের চাঁদ,
গুমোট মেঘে আছি
আছি
ঝড়ের পরে যেমন থাকে
তেমন ভাবে এলো মেলো
নিরুপায় নিরুদ্দেশ হয়ে
আছি
চুঁইয়ে চুঁইয়ে অন্ধকারে
টুপিয়ে টুপিয়ে কষ্ট পড়ে
তার ভেতরে ফোঁটায় ফোঁটায়
আছি
অহংকারেই বেঁকেচুরে
ঈদের চাঁদ,
গুমোট মেঘে আছি