MD ROBIUL ALAM
Abstract Tragedy Others
আছি
ঝড়ের পরে যেমন থাকে
তেমন ভাবে এলো মেলো
নিরুপায় নিরুদ্দেশ হয়ে
চুঁইয়ে চুঁইয়ে অন্ধকারে
টুপিয়ে টুপিয়ে কষ্ট পড়ে
তার ভেতরে ফোঁটায় ফোঁটায়
অহংকারেই বেঁকেচুরে
ঈদের চাঁদ,
গুমোট মেঘে আছি
মানুষ ভেবে না...
তুমি আসলে
গতিপথ
ফন্দি
প্রৌঢ় কারাগা...
বৃষ্টি খেলা
অস্বীকার
মরলে কবি
মুখোশ
গুমোট মেঘে আছ...
অপবাদ অপবাদ
শরতের শোভা শরতের শোভা
শূন্য শূন্য
পিছুটান পিছুটান
আশা আশা
অনুল্লেখিত অনুল্লেখিত
জীবন জীবন
যুদ্ধের অক্ষর যুদ্ধের অক্ষর
কালো বৌ কালো বৌ
ঝরা শেফালী ঝরা শেফালী
আমার ঘুম ভাঙ্গিয়না কেউ আমার ঘুম ভাঙ্গিয়না কেউ
ভাড়া ঘর ভাড়া ঘর
আমার আমি...... আমার আমি......
দুই বিন্দু অশ্রুজল দুই বিন্দু অশ্রুজল
আমার দুনিয়া আমার দুনিয়া
ঘরে ফেরার গান ঘরে ফেরার গান
"What you seek, is seeking you..." "What you seek, is seeking you..."
কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে। কোথাও কেউ আছে ঠিকই যে আপানারই মতো ভাবে।
৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি । ৭২ বছর আগে আমরা যে স্বাধীনতা লাভ করেছি এমন একটি দেশে বাস করছি ।
রাতে ঘরে হয় জানোয়ারের বাস... রাতে ঘরে হয় জানোয়ারের বাস...