মুখোশ
মুখোশ

1 min

50
মানুষ চিনিয়েছে অদৃশ্য এক অন্তরবাসি করোনা
কক্ষনো ভিড়, কখনো বা জমজমাট দর্শক
হারালাম ! আব্বাকে তো আর কখনো ফিরেও পাবো না
জাহাজ ডুবেছে, জাহাজে আমি, আমার কিসের শোক ?
মানুষগুলো মুখোশ পরে শুঁকতে শুঁকতে ঘোরে
ঘরের ভেতর আছাড় খেয়েও জ্যান্ত আছি পড়ে