না দেয়া চিঠি
না দেয়া চিঠি


এক কনে দেখা বিকেলে,
কখনো বা গভীর নিশীথে, কিংবা উজ্জ্বল সোনালি ভোরে
অনেক ভালবেসে লেখা আমার প্রেমের চিঠি।
আর পাঠানো হয়নি.......................।
ডাক অফিস নেই, নেই হলুদ রংয়ের সেই খাম,
ভাঙ্গা অযত্নের ডাক বাক্স গুলি উঠে গেছে বহু দিন,
ডাক পিয়নের ঘণ্টা ধ্বনি আর শুনি না।
চিঠিটি পাঠানোর তবুও চেষ্টা করেছি।
বড় রাস্তার শেষ মাথায় একখানা ভাঙ্গা ঘরে,
ঝিমোচ্ছে পোষ্টমাস্টার........ চিঠির অভাবে।
আমাকে দেখে সে তো মহা খুশি,
কিন্তু নেই আমার খুশি । কারণ..........
কোথায় পাঠাব চিঠি? অধুনা আধুনিকতার ভিড়ে.........
তার ঠিকানাই তো নেয়া হয়নি আমার।