STORYMIRROR

PIJUS SARKAR

Tragedy

5  

PIJUS SARKAR

Tragedy

চকোলেট

চকোলেট

1 min
522

কোকো বাগানের অপরিসরে

দাঁড়িয়ে শিশু লাখে লাখে...

"মেছেটে" হাতে ছাড়ায় যে -ফল

জমা করে তারা পথের বাঁকে।

         রাত্রে স্বপ্নে পোকারা আসে

         ভোরের আলোয় ম্যালেরিয়া...

         ক্রীতদাসের পালঙ্কে তাই

          পাষাণ বাঁধা শূন্য হিয়া।

বাগান ঘেরা পাথর প্রাচীর

আইন মাথা কুটেই মরে...

একবিংশ শতাব্দীতেও

শিকল বেয়ে রক্ত ঝরে।

            ঘানা আর আইভরি কোস্ট

            পশ্চিম আফ্রিকার সীমায়...

            ষাট ডলারের বিনিময়ে

             শৈশব কেনা জীবন-বীমায়।

ভুট্টা-সিদ্ধ, কলা ভেসে যায়

শীর্ণ নদীর ক্ষুধার ফাঁকে...

বিছের কামড়, সাপের ছোবল

উপহারের পাত্রে রাখে।

              রক্ত-ঘাম আর অশ্রু মিলে

              ডেলিসিয়াস ডার্ক চকোলেট..

               শৈশবের ইট পুড়ে ঝামা হয়

               সভ্য জগৎ পায় তারই ভেট।

            ---------------


"মেছেটে" তীব্র ধারালো ছুরি যা ভুল করে চালালে একটি শিশুর হাত-পা টুকরো টুকরো হয়ে যেতে পারে।

      


      

             



Rate this content
Log in

Similar bengali poem from Tragedy