প্রেমকাব্য
প্রেমকাব্য
ওষ্ঠ অধর সঙ্গমে
তোমার হৃদয়ের অধিকার
আমি চাই যে বারংবার।
লজ্জা-ভূষণ ছুঁড়ে ফেলে দিয়ে
মেট্রো রেলের কামরায়
আমি চাইব না তোমায়।
রবিশঙ্করের ভীমপলশ্রী
ভ্রূ-যুগল তোমার মাতুক ছন্দে,
নির্জনতার ভূমি নির্মাণে
আপনহারা জীবনানন্দে।
সেই মধুরসে জারিত
আমার অমৃত প্রেম-কাব্য
নতজানু হই প্রিয়ার কাছেই
নদী যদি হয় নাব্য।
--------