মৃত্যু মিছিল
মৃত্যু মিছিল
ঈগলের ডানায় ভর দিয়ে
মৃত্যু যখন নিঃশব্দে নেমে আসে
সেই ভয়ঙ্কর মুহূর্তগুলি
যে কোনো ট্র্যাজিক থ্রিলারকেও
হার মানায়
তীব্র মানসিক অস্থিরতায়।
চারটি বছর পার হতে না হতেই
পরিবারের তিনজন শিকার হল তার
ভয়ঙ্কর বিভীষিকাময় সমুদ্রে
কিংকর্তব্যবিমূঢ় দর্শক আমি।
হাত বাড়িয়ে দিল
বট-অশ্বত্থ-চন্দনাদি বৃক্ষের দল।
ফুটন্ত তরল ঢেলে দিয়ে
কুল কাঁটা আর মাকাল ফল
খুলে দিল বিষবাষ্পের নতুন দরজা।
--------
