STORYMIRROR

PIJUS SARKAR

Inspirational

3  

PIJUS SARKAR

Inspirational

ট্রায়াল ব্যালেন্স

ট্রায়াল ব্যালেন্স

1 min
187

তুমি তো আমায় দিয়েছ

শান্ত স্নিগ্ধ অমলিন ভোর --

দিয়েছ রাত্রির নিমগ্নতায় 

তারাভরা সুস্নাত আকাশ 

দিয়েছ অকূল দরিয়ার গভীরে নিমজ্জিত 

দুটি স্নিগ্ধ আঁখিতারা,

দিয়েছ ধ্রুবতারার উজ্জ্বলতা ভরা 

নিষ্কলুষ বংশ-প্রদীপ।

তৃপ্তি দিয়েছ রসনায় 

তৃপ্তি দিয়েছ হৃদয়ে।

বরং আমিই তোমায় দিইনি 

ক্লেদমুক্ত জীবন --

অথচ ধরিয়ে দিয়েছি আগেই 

'জীবনবিমার পলিসি'

বিম আর টাই-বিম নিয়ে 

হিসেব কষতে গিয়ে 

জীবন আমার আজ মরীচিকাময়।

       ---------


Rate this content
Log in

Similar bengali poem from Inspirational