নারীর মূল্য
নারীর মূল্য


তোর হাত ধরে পৃথিবীতে আসা,
তোর হাত ধরে শেখা ভালবাসা,
তোর গর্ভে জন্ম যে আমার।
তবু তোর মুখ লজ্জায় ঢাকা,
লোভী চোখের আড়ালে নিজেকে লুকিয়ে রাখা,
চারিপাশে তোর শুধুই যে আধাঁর।
সবার জন্য সুন্দর ভোর,
চোখের জল সঙ্গী যে তোর,
তোর জীবন যে শুধু হতাশায় ভরা।
তুই যে সৃষ্টি, তুই যে নারী,
তুলে নে হাতে তুই তরবারি,
তোর মূল্য দেবে কি কভু এ ধরা?