স্বাধীন ভোর
স্বাধীন ভোর


সাঁঝের বেলায় প্রদীপ জ্বালি,
আমি তোমার ঘরে।
আমি যে নারী বন্ধ রয়েছি,
তোমার বন্ধ ঘরে।
আমি যে নারী ভুলতে বসেছি,
নিজের পরিচয়।
চারিদিকে কত লালসার চোখ,
তাইতো আমার ভয়।
তোমার ঘর আপন করেছি,
নিজের ঘর ভুলে।
<p>তবুও নাকি অভিশাপ আমি,
আমার বাবার কূলে।
কখনো আমি তোমার মা,
কখনো স্ত্রী বা বোন।
তবুও আজও আশ্রয় আমার,
আঁধার ঘরের কোণ।
ভাগ্যে নারীর লিখেছ কি প্রভু,
মুক্তি কি নেই মোর।
কোনদিন কি পাবোনা মান,
দেখবো না স্বাধীন ভোর।