খুশির দোল
খুশির দোল


সবার মনে রং লাগিয়ে,
এল খুশির দোল।
ভাঙরে এবার সকল আগল,
মনের দুয়ার খোল।
দুঃখ যত, কান্না যত,
আজ শিকেয় তুলে রাখ।
সবাইকে আজ রং মাখিয়ে,
নিজেও রং মাখ।
বসন্ত আজ মেতেছে দ্যাখ,
নানান রংয়ের খেলায়।
মিলবে সে রংয়ের সাথে,
আজকে ভোরের বেলায়।
আছে যত হিংসা, দ্বেষ,
আজকে সবাই ভোল।
সবার মনে রং লাগলো,
এল খুশির দোল।