কেমন নাচন দেখবি বলে ?
কেমন নাচন দেখবি বলে ?


ও তুই কেমন নাচন দেখবি বলে
হলি এমন ছন্নছাড়া ?
তাপের লীলা সাঙ্গ করে হলি
অমন পাগলপাড়া , আত্মহারা ;
হলি এমন ছন্নছাড়া ...
অরুণ যেমন জ্বলছে দিবালোকে ভরে ,
তিমিরও ঘনাল নাকি তাপের রথ চড়ে ?
ভাবনাটাকে মিথ্যে করে
বইলো এমন রসধারা ;
ও তুই কেমন নাচন দেখবি বলে
হলি এমন ছন্নছাড়া ?
ভুললি ওরে লাগাম - শিকল ,
যেন এক বাঁধনছাড়া ।
তোর বিক্রমেরই উড়ছে ধ্বজা ,
যেন এক বাঁধনছাড়া ।
উষ্ণতারই পদদলন ,
জগতেরই তাপস্খলন ;
লীলা যেমন , হচ্ছে মনন আত্মহারা ,
ও তুই কেমন নাচন দেখবি বলে
হলি এমন ছন্নছাড়া ?