একটা প্রশ্ন
একটা প্রশ্ন


দোলের জন্য ছুটি নিয়েছিলো সে ,
ফেরার প্রস্তুতি করা ছিলো তার ।
সতীর্থ জওয়ানরাও তৈরী হচ্ছিলো ।
কিন্তু হঠাৎ এসে পড়লো লড়াই , যুদ্ধ ।
শত্রুপক্ষ করলো গোলাবর্ষণ ,
সেই যুদ্ধে হোলি আগে খেলে নিলো সব ;
রক্তহোলি , শোণিত ধারার হোলি ।
দোলের দিন সেই ছেলেটার বাড়ি গেলো খবর ,
স্ত্রীর সব রঙ গেলো মুছে ,
কিন্তু দেশমাতৃকার চাদরে সে কিন্তু দেশের রঙ মাখলো থামুন ।
দেশের জন্য প্রাণ দেওয়ার দায়িত্ব ওদের শুধু ?
আপনারা দিব্যি হোলি খেলে বেড়াবেন ?
আসুক ওরা কাঁটাতার ছেড়ে ,
ওদেরও আসল হোলি খেলার অধিকার আছে...
হ্যাঁ আছে ।
দেশপ্রেম , শহীদ এগুলো শুনে গর্ব হয় , কাঁটা দেয়
কিন্তু আসল তো পরিবারগুলোর রঙ মুছে যায় ।
সস্তায় ওদের জীবন বলি আটকানো যায় না কি ?
ভাবুন , ভাবা প্র্যাকটিস করুন ।