নারী মানে
নারী মানে


নারী মানে সৃষ্টি,
নারী মানে শক্তি,
তবু আজও লজ্জার থেকে,
নেই যে তাদের মুক্তি।
লড়াই তারা করছে আজও,
কিন্তু কাদের সঙ্গে?
দশ মাস যাদের করেছে ধারণ,
তারা নিজেদের অঙ্গে।
সমাজে আছে কত নারীবাদী,
তাদের কি কেউ আছে?
চারদিকে কত লালসার চোখ,
মান কি তাদের বাঁচে।
কত ভোর প্রভু করেছ সৃষ্টি,
দিয়েছ খোলা আকাশ।
তাদের জন্য শুধুই আধাঁর,
আর বুকভরা দীর্ঘশ্বাস।