STORYMIRROR

Partha Pratim Guha Neogy

Abstract

5  

Partha Pratim Guha Neogy

Abstract

স্বপ্নপূরণ

স্বপ্নপূরণ

1 min
1.0K

মনেমনে চাইলেই সকল স্বপ্ন হবে নাতো পূরণ,

তাই বলে কি লাগাম টেনে স্বপ্ন দেখতে করব বারণ?


অবাধ্য স্বপ্নগুলো বেপরোয়া চলে তাদের ইচ্ছেমতো,

পূরণ না হলেও অবিরাম বিলোয় খুশি মনের কোণে স্বপ্নগুলি।


কল্পনাগুলো স্বপ্ন দেখায়, স্বপ্ন নিয়ে এগোয় জীবন,

আশায় বাঁচি সবার মনের সকল স্বপ্ন একদিন হবে পূরণ।


স্বপ্ন দেখো স্বপ্ন আঁকো স্বপ্ন নিয়ে থাকো

সবার উপর স্বপ্নটাকে যত্ন করে বাঁচিয়ে রাখো।

স্বপ্ন কাঁদায়, স্বপ্ন হাসায়, স্বপ্ন দেখায় জীবনে আশার আলো,

স্বপ্নের চোখ দিয়েই মানুষ দেখে তোমার সকল ভালো।

স্বপ্ন ছাড়া জীবন তোমার বিরাট মরুভূমি

স্বপ্ন দেখা বন্ধ হলে বেঁচে থেকেও জীবন্মৃত তুমি।


ইচ্ছেগুলো পূরণ করতে দেখতেই হবে স্বপ্ন

এভাবে সকল স্বপ্ন হবে একদিন পূরণ

স্বপ্ন তোমার, স্বপ্ন আমার, স্বপ্ন সকলের হয়,

পূরণের আশা নিয়েই মানুষের জীবন কেটে যায়।



સામગ્રીને રેટ આપો
લોગિન

Similar bengali poem from Abstract