চলে যাবার আগে
চলে যাবার আগে


দূর্বল লাগে, রাত হলে খুব দূর্বল লাগে,
কেন বোঝনা এই সময় খুব এগিয়ে গেছে,
পিছিয়ে পরেছে যারা তারা শুধু গাছ, শিকড়ে আটকা আছে।
প্রতিদিন একটু একটু ক্ষয়ে তোমরা ট্রেন ,
স্টিমে ঢাকা আকাশ, দ্রুত শব্দ পদক্ষেপ,
আমাদের স্টিম মানে , মেইললাইনের পাশ দিয়ে সারি করা বস্তি,
এখনো অবেলার ভাত গন্ধে চাপা পরা কিছু প্রেম।
গ্রেগরি এলেন ইসাকভ জানে, চলে যাওয়া কাকে বলে,
রোজই যাচ্ছ , ফিরছ কতটা, সেটুকু শুধু অকালে মা হওয়া মেয়েটা জানে,
ট্রেনগুলো দেখে গাছের গতি, ঘরে ফেরার পথে।