STORYMIRROR

Indranil Mondal

Classics

3  

Indranil Mondal

Classics

মাটির নাভি

মাটির নাভি

1 min
801

নিজেকে পুড়াতে হবে বলে করেছি জড়ো কাঠ,

জ্বলবে আগুন এমন সময়, বৃষ্টি ভেজালো মাঠ।

চিতার উপর সাজানো আছে, না পাঠানো কিছু চিঠি,

বৃষ্টি এসে ভিজিয়ে দিলে , পায়ের নিচের মাটি।

সবুজ ঘাসে বাঁচার নতুন গন্ধ ছুঁইয়ে ওঠে,

কলস আমার জনম শুখা, ভিজলো যাওয়ার আগে,

ছাইয়ের গাদায় মিশছে এসে রাত্রি কালো পানি।

মরার মধ্যে মিশতে পারা, তোমার নাভির সাথি।

মরার মধ্যে মিশতে পারা, তোমার নাভির সাথি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics