মাটির নাভি
মাটির নাভি


নিজেকে পুড়াতে হবে বলে করেছি জড়ো কাঠ,
জ্বলবে আগুন এমন সময়, বৃষ্টি ভেজালো মাঠ।
চিতার উপর সাজানো আছে, না পাঠানো কিছু চিঠি,
বৃষ্টি এসে ভিজিয়ে দিলে , পায়ের নিচের মাটি।
সবুজ ঘাসে বাঁচার নতুন গন্ধ ছুঁইয়ে ওঠে,
কলস আমার জনম শুখা, ভিজলো যাওয়ার আগে,
ছাইয়ের গাদায় মিশছে এসে রাত্রি কালো পানি।
মরার মধ্যে মিশতে পারা, তোমার নাভির সাথি।
মরার মধ্যে মিশতে পারা, তোমার নাভির সাথি।