বোকা..বোকা..
বোকা..বোকা..


সৌগত রাণা কবিয়াল--
---বোকা- বোকা
কে বলে জীবন ?
এ, বড় মন্দ কথন !
রঙেরা কোথায়?
ঐ, উড়ে যায় !
সুখেদের অসুখ ?
তবে, প্লাবন আসুক !
বুকের বুঝি শোক ?
এবার, আগুন জ্বলুক !
আদরের লজ্জা?
বৃধা, মুর্খ এ সজ্জা !
বাঁচার ভীষণ ভয় ?
ভয়ের, মরণ যেন হয় !
ছেলেটার প্রশ্ন ?
মেয়েটার উত্তর !
কবিতারা নিখোঁজ ?
ওরে, আগে ভাষাটা তো বোঝ !