মন যখন মদিরা
মন যখন মদিরা


তুমি অবাক করে দিলে..
আমিও চমকে গেলাম..
শান্ত চোখে তোমার বিসর্জ্জনে..
একপাল প্রেমিকের পাশে..
সেদিন আমিও যে ছিলাম..;
ভালোবাসা অক্ষর চেনে না..
তাই তোমার মৃত্যুতে সে
আমার নীরবতার মানে বোঝে না...!
সময় এলে
একবার নিমন্ত্রণ করবো তোমায়...
সেদিন তোমার কান্নার দিনে..
আমিও কাটবো সুখের চকলেট কেক...;
আগের কথাগুলোর চরিত্র দুটো উল্টে দিলে..
তুমি-আমি মিলেমিশে একাকার...
ভালো থাকাতে আজ-
আমাকে বোঝার চাইতে..
তোমার নিজেকে বোঝাটা খুব বেশী দরকার...!
আজকাল সম্পর্ক গুলোর বুকে এতো তৃষ্ণা যে
'প্
রিয়' নামটি পিপাসায় মরে গেলেও...
আমরা জল আর মদিরার পার্থক্য বুঝি না...;
মনের যত্ন করতে করতে আজকের এই শহরে...
রেশমি শরীরের গল্পে ভুলে যাওয়া
বোকাদের সংখ্যা গুণিতকে বাড়ছে....;
কে হারতে আসি বলো...??
আমরা সবাই তো এসেছি শুধু জিতবো বলে...;
মনে অদ্ভুত এক যন্ত্রণা হয়..
যখন তুমি দেখো..
যাকে তুমি তোমার ভেবেছিলে..
আসলে সে কারোরই নয়..
নিজেরও নয়...;
শেষ বার কবে তুমি বেঁচে ছিলে...
মনে পড়ে কি মন-বিলাসী...?
আহা..কি দারুণ এই মদিরার প্রেমালয়...;;;
মন যখন মদিরা...
--- সৌগত রাণা কবিয়াল