হৃদয় শুধু তোমার
হৃদয় শুধু তোমার
হৃদয় শুধু তোমার, এ কথাটি জানি,
তবু কেন এ মনে অশান্তির গানই।
প্রতি নিঃশ্বাসে তুমি, প্রতি স্পর্শে তবু,
অতৃপ্ত স্বপ্নেরা ছুঁতে চায় কবে?
চাঁদের আলো মেখে ভেসে যায় রাত,
তোমার স্মৃতিরা বাঁধে নতুন প্রহর সাত।
তোমার চোখে জ্বলে যে গভীর তারার নীড়,
সে আলোয় ডুবে যায় আমার প্রতিটি নীর।
হৃদয় শুধু তোমার, এই দুঃখ-সুখে,
তোমার ছোঁয়ায় বাঁচি, দুঃখে আবার মরে।
তবু যদি কখনো তুমি হও দূরে,
জানিও, হৃদয়টা পড়ে আছে চিরজীবন তোর।
তোমার নামে লেখা প্রতিটি পালক,
তোমার স্বপ্নের পথে বাঁধা সব কল্পলোক।
হৃদয় শুধু তোমার, এ কথা সারা বিশ্ব জানে,
তোমায় ভালবাসি, এই কথা কখনো না ভুলে।
