ভাঙা হৃদয়
ভাঙা হৃদয়


তোমার ছায়া, অন্ধকারে হারিয়ে যায়,
স্বপ্নগুলো ভেঙে পড়ে নীরব রাত্রির সুরে।
তোমার নামটা, যা একদিন ছিল আলো,
আজ শুধু বেদনার গানে ঝরে।
চোখে জমে থাকা জল, আজ আর ধরা পড়ে না,
হৃদয় খুঁজে ফেরে, যে ছন্দ হারিয়ে গেছে।
তুমি ছিলে বৃষ্টির গান, গ্রীষ্মের শান্তি,
আজ কেন যেন তুমি কেবল দূরত্বের পাঠ।
অপরাধ কি ছিল আমার? প্রেম ছিল অপরাধ?
যদি তাই হয়, তবে ক্ষমা চাই, হে হৃদয়ের রাজা।
তুমি দূরে, আর আমি কাছে—এ দ্বন্দ্বে হারিয়ে গেছি,
তোমার স্মৃতির পাহাড়ে চাপা পড়ে আছি।
জানি না, এই ব্যথা কবে মিলিয়ে যাবে,
তবে তোমাকে ছাড়া আমার পৃথিবী থেমে যাবে।
তবু, তোমার সুখের পথে আমি ছেড়ে দিলাম,
কারণ প্রেম তো নিজেকে বিলিয়ে দেওয়ার নাম।