গ্রহান্তরা
গ্রহান্তরা


সত্যিই কি নিঃসঙ্গ মোরা,
অসীম এই ব্রহ্মাণ্ডে ?
নাকি আছে কেউ দোসর,
লক্ষ কোটি আলোকবর্ষ দূরে ??
তারাই কি এলিয়েন, না কল্পনা সবই ?
যদি না হয় জল্পনা শুধু ,
তবে কি,
দেবতার বেশে এসেছিল যারা
দ্বাপর কিংবা ত্রেতা যুগে,
আসলে--
ওরাই প্রতিবেশী মানবের ?
ঘর বেঁধে আছে,
অন্য আলোক পুঞ্জে !!