খেলার সেদিন ::
খেলার সেদিন ::


মাঝে মাঝে স্মৃতির সরণি বেয়ে
ঘুরি-ফিরি আমার শৈশবে ।
তখনো বিশ্বায়নের ছোঁয়া লাগেনি
শহর কিংবা শহরতলী অথবা গ্রামে,
সেদিন গুলো ছিল সময় সন্ধিক্ষণ,
তখনো বিলুপ্ত হয়নি গরুর গাড়ি
ঢেঁকিতে ভাষা হতো চাল,
আর যাতায় ভাঙা হত ডাল !
আমরা মাঠে মাঠে ধানের শীষ
কুড়াতাম
খেলার ছলে,
সরষে ক্ষেতে চলত লুকোচুরি খেলা
হলুদ পরাগ মেখে --!
আবার কৃষ্ণচূড়া ফুলের পুংকেশরে
লাগাতাম লড়াই জোর কদমে --
বিকেলবেলায় দঙ্গলে দঙ্গলে
খেলতাম খেলাধুলা কতো রংবেরঙের,
গাদি, কবাডি, কুমির ডাঙা,
সীতারামের ঝুল, খোখো, ডাংগুলি,
মার্বেল গুলি বা লাটিম ছোড়া --!!
আরো কত সব খেলা তবুও ক্লান্তি যেন
শরীর ছুঁতো না ---!
এখন তো বিশ্ব হয়েছে সংকুচিত
উন্নত কত প্রযুক্তিতে,
খেলাধুলা সব বন্দী হয়েছে
দুই হাতের তালুতে -----!!!