অনুকম্পা করো ::
অনুকম্পা করো ::


তুমি অভিযোগ করো -
আমরা ধোঁয়া ছাড়লেই,
তোমার ফুসফুসের ওজন চাদরে
ময়লা জমে
তাহলে কি আমরা আগুন জ্বালাবো না?
তুমি হুংকার ছাড়ো,
আমরা গাছ কাটলেই
অনাবৃষ্টির শাস্তি কর ধার্য
আমাদের জন্যে !
তাহলে আমরা কী বসতি বানাবো না?
নির্মাণ করব না কোন গৃহ,
বানাবো না আসবাব?
নাকি ফিরে যাব গুহা জীবনে ?
আমরা পাহাড় ভাঙলেই তুমি
ভূমিকম্পের অস্ত্র করো প্রয়োগ !
তবে কি আমরা রাস্তা বানাবো না?
আমরা নদীতে বাঁধ দিলে
তুমি সুনামি কেন দাও?
আমরা কি ফসলের জমিতে
জল দেবো না অনাবৃষ্টির কালে ?
তোমার আকাশ, তোমার পাহাড়, তোমার নদী ---
সে কি শুধুই তোমার??
আমরা যে শ্রেষ্ঠ করেছি তোমাকে
তামাম বিশ্বব্রহ্মাণ্ড জুড়ে ,
বিনিময়ে শুধু নিয়ম আর শাসনে
কেন চাও বাঁধতে আমাদের ?
তুমিতো চাইলেই তো পারো নীলকণ্ঠ হতে
একটু অনুকম্পা করো -
হে প্রকৃতি আমাদের তরে ,
সন্তানসম রাখো তোমার ক্রোড়ে --।।