STORYMIRROR

Md Bakibillah

Classics

4  

Md Bakibillah

Classics

বর্ণময় রিবর্ণা

বর্ণময় রিবর্ণা

1 min
362

রিবর্ণা তুমি তো চেয়েছিলে

জোনাকি হতে ,

মিটি মিটি আলো জ্বেলে

ঘোচাতে অন্ধকার....।

আবার তুমি প্রজাপতি বেশে

রং বে-রং রঙিন পাখায়

উড়তে চেয়েছিলে আকাশময় ..!


তুমি চাওনি জলফড়িং- ধূসর রং,

স্বপ্ন সাজাতে তুমি

সবুজ ঘাস-ফড়িং রঙে ....

তোমার স্বপ্নরা সাজতো 

কখনো আবার

সাতরঙা রামধনু সাজে --!


রিবর্ণা, তুমি কপোত উড়াতে

হৃদয়ের গহীনে -----

মুক্ত খেচর যেমন গান গেয়ে

চষে ফেরে আকাশময় ....

তোমার স্বপ্নরাও 

তেমনি মেলে দিতো ডানা 

শূন্যে মহাশূন্যে এবং তেপান্তর !


রিবর্ণা, এখন তো তুমি স্বপ্নকে

বন্দী করেছো 

গোলাপী রঙের ঠোঁটে !

আলোর থেকে আড়ালে রাখো 

চোখ দুটি রঙিন চশমাতে ...

তোমার হরিন চোখে মোহিনী মায়া, 

আবেশে জড়ানো স্বর 

শরীর দিয়ে শরীর বাঁধো

শরাবী নেশাতে বিভোর !!


তোমার স্বপ্নের জোনাকিরা

মরে গেছে কবেই ,

মৃত সেই জোনাকির আলো

মেখে নিও তুমি

তোমার বিবর্তিত নিষ্ঠুর

শরীরময় ......।


Rate this content
Log in

Similar bengali poem from Classics