প্রশ্ন
প্রশ্ন


খেলাঘরেরা নিজেরা জানে ?
তারা যে নিছকই খেলাঘর ?
যে ঝিনুক বুকে মুক্ত লুকোয়
জানে কি সে মুক্তোর দর ?
আকাশ পথে মেললে ডানা
পাখি কি ভোলে তার ঠিকানা ?
হারিয়ে যাবো বললেই কি
হারানো যায় সহজে ?
চাইলেও কি সব অাবেগ
বন্দি হয় কাগজে ?
মন টা যদি বাতাসও পায় ..
ডিপ্রেশন ছাড়ে কি দেশ?
একা তানপুরা তুললেও তান
দমবে কী একতারার রেশ?
সাত সকালে লিখলে কবিতা
ঘড়ির হয় অভিমান -
আজ সারারাত জাগতে হবে ...
দিয়েছ মগজাস্ত্রে শান ?
কলমে,
বর্ষা