সেই হঠাৎ ডাক পড়লো
সেই হঠাৎ ডাক পড়লো


সেই হঠাৎ ডাক পড়লো,
বিশাল সুদর্শন স্পষ্ট
হিমালয় আর সাথে দুরন্ত
চঞ্চল তিস্তার।
সেই হঠাৎ ডাক পড়লো,
সবুজ চাঁদর মোড়া
প্রাঞ্জল আর সাথে তাজা
চা বাগানের বিস্তার।
সেই হঠাৎ ডাক পড়লো,
চেনা মাঠ,পথ,রাস্তা,
পাথর ডোবানো কিছু জল ছড়ানো মিশেল কিছু মন।
সেই হঠাৎ ডাক পড়লো,
চোখ ধাধানো হলুদ ধান
মেশানো শহর, ক্লান্ত মুহুর্ত
আর পাহাড় রোদের আগমন।
সেই হঠাৎ ডাক পড়লো,
সুদূর ঝর্ণার জল থেকে
করুন মায়ের মন দিয়ে,
পড়লো হৃদয় ভাঙা বৃষ্টি।
সেই হঠাৎ ডাক পড়লো,
মন মাতানো তড়াই,
হাত ধরে নিয়ে যাওয়া স্বপ্ন
মেজাজী মেঘ,বাদলার সৃষ্টি।
সেই হঠাৎ ডাক পড়লো।
-----সূর্যদীপ্ত ঘোষ