অন্য শরৎ
অন্য শরৎ


গুঁড়ো মেঘগুলো জমে যায় ফের ,
নীলের কোলেতে যাত্রা ওদের ।
তমসার ঘর আবার ভরেছে ,
অসময়ে ওরা চুঁইয়ে পড়েছে ;
শিউলিগুলো মাথা তোলে
গুম কোনো ভোরে ,
কাশের ঠোঁটে তিমির শ্রান্তি
জমছে ধীরে ধীরে ।
এ কোন শরৎ ধরার বুকে বসে
আগমনীর সামিয়ানা বাঁধতে থাকে ?
মন্দিরাটা অতর্কিতে বাজায় বিষম বর্ষা ;
আঁধারে শুধু মন যে ভরতে থাকে ।
তার নিয়নজাত স্বভাবটুকু ছেড়ে ,
অস্থির বায় যেন আসছে ছুটে তেড়ে ।
এমন ফলই হওয়ার ছিলো কৃতকর্ম হতে ,
উষ্ণায়ণের মাপকাঠিতে শরতেও বর্ষা জোটে ।