ভোরের গন্ধে মাতোয়ারা হয়ে
ভোরের গন্ধে মাতোয়ারা হয়ে


ভোরের গন্ধে মাতোয়ারা হয়ে
জাগে পরানের কলি
অরূপের রূপে বিভোর হয়ে
প্রাণ-পাখি চায় ছুটি
দৃষ্টিতে তব ঝড়ে শিউলি
বিস্মৃত মন চায় নিবৃত্তি
জড়ো করে সব অতীতের স্মৃতি
প্রেম যে তোমারি বিন্তি
তুমি যে কেমন
বুঝে না এ মন
চায় শুধু কাছে পেতে
শঙ্কার ঢেউয়ে তরী ডুবে যায়
মোহবন্ধন সাগরে
এলে তুমি শেষে অপরূপ বেশে
আমাকে সাজায়ে তোমাকে বিলায়ে
অন্তর থেকে অন্তরে রয়ে
কভু না সারা দিয়ে