তোমার সাথে মিলবো বলে
তোমার সাথে মিলবো বলে


যখন তুমি ডেকেছিলে
ঘুম ভাঙিয়ে ভোরের বেলায়
উষা কিরণের আলোকমালায়
আমি তাকিয়েছিলেম ঘুমের ঘোরে
পূব আকাশের পানে চেয়ে
আমার যত ভাবনা ছিল
আঁকা-বাঁকা মনে স্মৃতি জড়ানো
নদীর মতোই চঞ্চল হয়ে
ধেয়ে যায় সব তোমারি পানে
প্রেমের প্রবাহ দুকূল ব্যাপিয়া
যাবে মিলিয়ে তোমার হৃদয়ে
ভয়-সংকোচ-মোহের নুড়ি
দিলো পথটি রুদ্ধ করে
আমার দৃষ্টি গেলো ঝাপসা হয়ে
তোমার স্মৃতি গেল দূরে সরে
পদ্মপাতায় দুফোঁটা অশ্রু
পড়ল ঝরে বেদনা নিয়ে
কি করবো কি বলবো
না পাই ভেবে পথ হারিয়ে
তোমার চিত্র ছিল মনে লুকানো
হৃদয়বীণা উঠলো বেজে করুন শুরে
মধ্যাহ্নের তাপপ্রবাহে
আবেগের আসনটি গেছে মলিন হয়ে
ভোরের আলোয় গাঁথা মালা
শুকিয়ে গেছে প্রতীক্ষাতে
তবুও আমি দাঁড়িয়ে আছি
তোমার সাথে মিলবো বলে