STORYMIRROR

Debashis Bhattacharya

Abstract Inspirational Others

3  

Debashis Bhattacharya

Abstract Inspirational Others

অন্তরে কাঁদি বাহিরে হাসি

অন্তরে কাঁদি বাহিরে হাসি

1 min
24

অন্তরে কাঁদি বাহিরে হাসি

জানো কি তুমি প্রাণসখা

আমার কান্না দেখিয়া কেহ

যেন না পায় কভু হৃদয়ে ব্যথা |


যত বেদনা যত দুঃখ

দিও তুমি মোরে উজাড় করে

ধরিয়া রাখিব হাসিয়া বক্ষে

তোমার মুখের পানে চেয়ে | 


বেলা বয়ে যায় কালের প্রবাহে

জীর্ণ তনু আকুতি করে

যাবে পেরিয়ে সীমানা ছাড়িয়ে

তোমার সাথে মিলবে বলে |


জানি সেই তুমি আসিবে ছুটে

আমার খেলা সাঙ্গ হলে 

তোমার নেইকো তাড়া দিবার সাড়া

নয় তুমি সময়ের সুতোয় বাঁধা |


মেলেনা আমার ভাগের হিসাব

যোগ-বিয়োগ-গুন সব একাকার

ধরবো কারে ছাড়বো কাকে

এ পাগল পরান ভেবেই মরে |


একজন সেই মালিক তুমি

বাকি জন সব গোলাম-ফকির

মাঝ দরিয়ায় বৈঠা সাথী

তোমার নামের হওয়া লাগলে পালে (প্রাণে)

দাঁড় টেনে যাই খুশি মনে |


Rate this content
Log in

Similar bengali poem from Abstract