শুধু তোমায় পাবো বলে
শুধু তোমায় পাবো বলে


এ মন আমার যায় ভেসে যায় যায় ভেসে যায় উথাল গাঙে প্রাণপ্রিয়কে খুঁজে পেতে মিলন আশায় প্রেম সাগরে
ডুব দিয়ে যাই বারে বারে অতল তলে দেখবো বলে আসি ফিরে বিষন্ন মনে ব্যর্থ হওয়ার গ্লানি বয়ে
কেন যে তুমি করো খেলা নিজেকে আড়ালে লুকায়ে রেখে স্বপ্ন যোগাও মন ভুলায়ে পালিয়ে বেড়াও ধরা না দিয়ে
বলোনা কিসের আকর্ষণে খুঁজি তোমায় হন্যে হয়ে নাইবা তুমি দিলেে ধরা নিব জনম বারে বারে
তোমার অনিন্দ্য রূপের ছোঁয়া পেতে পাগল পরান নিত্য ছোটে তাই সন্ধ্যা-বাতি জ্বেলে আছি বসে প্রহর গুনি তারা দেখে
এই মনেতে কত ব্যথা জানো কি তুমি চিত্তহরা আমি আরাধিকা কেন জেগে শুধু তোমায় পাবো বলে