যাত্রা হলো শুরু
যাত্রা হলো শুরু


স্টোরি মিরর এর যাত্রা হয়েছে শুরু
বুকের মাঝে বাজছে যে গুরু গুরু
নূতন করে সাহিত্য জগতে থেপেছে পা
কবিতা, গল্পে, প্রম্পটে সাজিয়ে তার গা
যুবা অবস্থা পৌঁছোবে গিয়ে বার্ধক্যে
স্টোরি মিরার বিস্তারিবে তার কায়া
কেমনে কাটিবো বল গো তার মায়া।
স্টরি মিরারের যাত্রার হোক জয়।
চলুক আনন্দধারা স্টোরিমিররের মন ছুঁয়ে।।