আজকের ললনা
আজকের ললনা
তুমি আমার প্রেয়সী ললনা!
দুর্গতিনাশিনী তুমি অনন্যা,
তুমি আলোকিত কর গৃহের অঙ্গন,
তুমি মহান হে অঙ্গনা।
তুমি দিগ্বিজয়ী বিজয়া-জায়া
সকল সৃষ্টিশীল কর্মের প্রেরণা!
সুখে কি দুখে, দিন কি রাতে,
সকল সময় তুমি থাকো পাশে
তোমার নেই কোন উপমা,
তুমিই নিরুপমা, তুমিই অনুপমা!
শত আদরের বোন আমার তুমি;
কখন স্নেহময়ী কন্যা তুমি,
আবার চির-বন্ধু মায়ের প্রতিচ্ছবি;
তোমার হাঁসিতে দূর হয়ে যায়
ক্লান্তি-আঁধার-বিষাদ-বেদনা,
ঠোটের
কোনে জেগে উঠে উজ্জ্বল রবি!
তুমি তুলনাহীনা সহধর্মিণী
সংসার রনাঙ্গনে তুমি সেনানী
তুমি বিজয়িনী , তুমি গরবিনী
তোমাতে বিশ্ব-ব্রম্মান্ড চির-ঋণী!
সকল কর্মে তুমি পারদর্শী,
আবার তুমি অঘটনঘটনপটিয়সী।
তুমি সবার উপরে তুমি মা
তুমি জন্মদাত্রী মহান জননী।
বিশ্ব নারী দিবসে আমরা সকলে
বিনয়াবনত ভালবাসার কথা বলি।
হোক প্রত্যয় আমাদের হৃদয় থেকে
প্রতিদিন যেন জানাতে পারি
সকল নারীর প্রতি
বিনম্র অতল শ্রদ্ধাঞ্জলি!