STORYMIRROR

Nityananda Banerjee

Abstract Fantasy

5  

Nityananda Banerjee

Abstract Fantasy

শতাব্দীর স্বপ্ন

শতাব্দীর স্বপ্ন

1 min
416


শত শতাব্দী পর

যদি ফিরে আসি ধরণীর মাঝে 

কেমনে চিনিব ঘর।

হয়তো ডাইনোসর

কাঁপাবে মেদিনী দামিনী দাপটে 

বাড়াবে আপন দর।

নর আর বানর

বৃক্ষে ফলিবে হাওয়ায় দুলিবে

বুঝিবেনা কোন ডর।

ব্যাঘ্র এবং শার্দুল

লম্বকর্ণ মাংশাসী যারা 

খাবে শুধু তণ্ডুল।

যত রাক্ষসকূল

সোমরসে মজি' মুনীবর সাজি 

জপেতপে মশগুল ।

তৃণভোজী ছিল যারা

পর্ণকুটিরে সুখে সংসারে কাল 

কাটাইবে তারা।

বিবর্তনের চক্রে

ধর্ম হইবে ছিন্নভিন্ন 

বিজ্ঞান যাবে বক্রে।

হইবে রূপান্তর

অচেনা পৃথিবী অচেনা জগৎ

মানবতা পাবে ঘর।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract