মাঝে মাঝে চব দেখা পাই
মাঝে মাঝে চব দেখা পাই
মাঝে মাঝে তব দেখা পাই, সে তো ক্ষণিকের তরে, ঝলকে যেমন মেঘে বিদ্যুৎ, আঁধার রাত্রি ভরে। আঁকি যে হৃদয়ে স্বপ্নের ছবি, মরীচিকার মত মায়া, ধরিবারে চাই, ছুঁইবারে চাই, মিলায় যে সেই ছায়া। এ কোন অনিত্য লীলা হে প্রভু, এ কেমন বঞ্চনা? হৃদয় কাঁদে বারে বারে তবু , কেন হেন ছলনা? যেন অনন্ত পথিকের পথ, হারানো যে ঠিকানা, খুঁজি ফিরি তোরে শপথের দোরে , তবু জানি সে অজানা । এই দেখাটুকু পরম পাওয়া যে , অতৃপ্তি জাগায় আশা। বিরহ দহনে পূর্ণতা প্রেমে , অস্তিত্ব গভীরে বাসা । তুমি কি কেবলই মায়ার খেলা , না কি সত্যের অপলাপ ? প্রশ্ন আবর্তে জীবন হয় নীরব, নাতিদীর্ঘ অভিশাপ ? তথাপি জানি হে , ক্ষণিকের দেখা, এই সে বিরহ ব্যথা, আমার পরাণ গভীরে জাগায় স্বপনের নতুন গাথা। এই দেখা, এই না পাওয়ায় খোঁজা, জীবনেরই নব অর্থ, তুমি ছিলে, তুমি আজিও রয়েছো, দিকনির্দেশক পরমার্থ । আমার চেতনার প্রতি স্পন্দনে, প্রতি শ্বাসে প্রশ্বাসে , তোমার এ' মরীচি মারিচী খেলা আমারে যে ভালবাসে ।
